আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি রাজধানীতে সড়ক বন্ধ করে বিএনপির বিক্ষোভ চলছে

রাজধানীতে সড়ক বন্ধ করে বিএনপির বিক্ষোভ চলছে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২২ , ৩:৩৫ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক :   সারা দেশে নজিরবিহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা’র বিরুদ্ধে বিএনপি’র প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ চলছে। শুক্রবার সকাল সাড়ে নটায় এ সমাবেশ শুরু হয়। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে সমাবেশ শুরু হয়। এতে মৎস্য ভবন মোড় থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করছেন সদস্য সচিব আমিনুল হক এবং সভাপতিত্ব করছেন আহবায়ক আমানউল্লাহ আমান। এছাড়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

এর আগে ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিটের নেতারা খন্ড খন্ড মিছিল করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে ।