আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// রাজধানীর মোহাম্মদপুরের ৫ সড়ক লকডাউন

রাজধানীর মোহাম্মদপুরের ৫ সড়ক লকডাউন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২০ , ৩:৫৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার ৫টি সড়ক লকডাউন করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে এই সড়কগুলোর প্রবেশপথ লকডাউন করা হয়। সড়কগুলো হলো-মোহাম্মদপুরের রাজিয়া সুলতানা রোড, তাজমহল রোডের ২০ সিরিয়াল রোড, বাবর রোডের কিছু অংশ ও বসিলার পশ্চিম অংশ। ফলে এসব সড়কে কাউকে প্রবেশ এবং বাহির হতে দেয়া হচ্ছে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউনের আওতায় থাকবেন এসব এলাকার বাসিন্দারা। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, এখানে রোগী আছে বলে আমাদের জানানো হয়েছে। এরপর আমরা এই সড়কগুলো লকডাউন করে দিয়েছি।