আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সংকটাপন্ন খুলনার চিকিৎসককে হেলিকপ্টারে আনা হল ঢাকায়

সংকটাপন্ন খুলনার চিকিৎসককে হেলিকপ্টারে আনা হল ঢাকায়


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৮, ২০২০ , ৬:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংকটাপন্ন চিকিৎসক ডা. আবদুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। ডা. আবদুল কাদেরকে বহনকারী হেলিকপ্টারটি সন্ধ্যা ৬টা ৫২ মিনিটের দিকে ঢাকায় অবতরণ করে। পরে এই চিকিৎসককে এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসাপাতাল) নেয়া হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের অর্থোপেডিক্সের চিকিৎসক আবদুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ দিকে করোনাভাইরাস সংক্রমণ রোধে গঠিত কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সাংবাদিকদের জানান, ডা. আবদুল কাদেরকে ঢাকায় পাঠানোর জন্য মেডিকেল বোর্ড সুপারিশ করে। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করলে তারা দ্রুত তাকে ঢাকায় নেয়ার ব্যবস্থা করেন।