আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আগুন

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আগুন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০২০ , ৬:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক :  রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ারসার্ভিসের আটটি ইউনিট। রোববার দিবাগত রাত ২টা ৩৪ এর দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তারা অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটেছে তা জানতে পারেনি। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।