রাজবাড়ীতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের কাতল
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২১ , ১১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ১৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। মাছটি এক হাজার ৬০০ টাকা কেজি দরে ২৫ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার ভোরে দৌলতদিয়া ফেরিঘাটের উজানের অদূরে পদ্মায় কোব্বাত হালদারের জালে বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।
জানা যায়, মাছটি চাঁদনী আরিফা মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ছকোর উদ্দিনের আড়ত থেকে এক হাজার ৬০০ টাকা কেজি দরে ২৫ হাজার ৬০০ টাকায় ওই কাতল মাছটি কিনে নেন। মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে ছকোর উদ্দিনের আড়ত থেকে এক হাজার ৬০০ টাকা কেজি দরে ১৬ কেজি ওজনের একটি কাতল কিনেছেন। মাছটি এক হাজার ৭০০ টাকা কেজি দরে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে। মাছটি নির্ধারিত দামে বিক্রি হবে বলে জানান তিনি।