আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রাজশাহীতে ডাকাত সন্দেহে মাইক্রোসহ ৮ যুবক আটক

রাজশাহীতে ডাকাত সন্দেহে মাইক্রোসহ ৮ যুবক আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ১১:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Rajshahiরাজশাহী: রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বায়া এলাকায় ডাকাত সন্দেহে মাইক্রোবাসসহ ৮ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আটক যুবকদের পরিচয় জানায়নি পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, শুক্রবার বিকেল ৩টা থেকে বায়া এলাকায় দু’টি মাইক্রোবাস টহল দিচ্ছিল।

এ নিয়ে স্থানীয়দের মনে সন্দেহ হলে রাত ৯টার দিকে তারা সড়ক ঘেরাও করে মাইক্রোবাস দু’টি থামানোর চেষ্টা করেন।

এ সময় সাদা রঙের একটি মাইক্রোবাস পালিয়ে গেলেও কালো রঙের একটি মাইক্রোবাস আটক করা হয়। পরে স্থানীয়রা মাইক্রোবাসের ভেতর থেকে ৮ যুবককে আটক করে শাহ মখদুম থানায় খবর দেন।

পরে বায়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মাইক্রোবাসসহ তাদের আটক করে।

রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, আটক যুবকদের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে সন্দেহজনক ঘোরাঘুরির অভিযোগে তাদের ফাঁড়িতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।