আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রাজশাহীল চর মাঝাড়দিয়াড় সীমান্তে গুলিতে যুবক নিহত

রাজশাহীল চর মাঝাড়দিয়াড় সীমান্তে গুলিতে যুবক নিহত


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১১:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Rajরাজশাহী: রাজশাহীর পবা উপজেলার চর মাঝাড়দিয়াড় সীমান্তে গুলিতে রনি খালাসি (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (০৮ জুন) বিবাগত রাত ২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবক চর মাঝাড়দিয়াড় গ্রামের মৃত আবুল খালাসির ছেলে। রনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে নাকি চোরাকারবারিদের গুলিতে নিহত হয়েছেন সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি প্রশাসন।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, চর মাঝাড়দিয়াড় সীমানা এলাকার মধ্যে হলেও পবা উপজেলার মধ্যেই।

স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার (০৯) দিবাগত রাত ২টার দিকে রনি মাঝাড়দিয়াড় সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তে ঢুকলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে।

এতে তিনি গুলিবিদ্ধ হলেও সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসেন। পরে ভোররাত ৪টার দিকে বাড়িতে তার মৃত্যু হয়।

ওসি জানান, বিষয়টি সম্পর্কে এখন খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ঘটনার প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে বিজিবির-১ ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ বলেন, তারা ঘটনাটি শুনেছেন। তবে রনি বিএসএফ’র গুলিতেই নিহত হয়েছেন কি না, এখনও সে সম্পর্কে তারা নিশ্চিত নন। ভারতের সীমান্ত থেকে রনির বাড়ির দূরত্ব মাত্র এক কিলোমিটার। এমনও হতে পারে, তার কোনো প্রতিপক্ষ তাকে গুলি করে বিএসএফ’র ওপর দায় চাপাচ্ছে। বর্তমানে বিজিবি বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।

মরদেহ উদ্ধার করা হয়েছে কি না-জানতে চাইলে তিনি বলেন, ‘মরদেহ এখনও তার বাড়িতেই আছে। বিষয়টি এখন পুলিশের ব্যাপার।’