আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস রাজস্থানের প্রথম জয়ে উজ্জ্বল মোস্তাফিজ

রাজস্থানের প্রথম জয়ে উজ্জ্বল মোস্তাফিজ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২১ , ১:৫১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বল হাতে নৈপুণ্যে ফিরলেন মোস্তাফিজুর রহমান। পরে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেললেন ক্রিস মরিস। এতে চলতি আইপিএলে প্রথম জয় পেলো রাজস্থান রয়্যালস। বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে তিন উইকেটে জয় পায় রাজন্থান। আগে ব্যাটিং শেষে দিল্লির সংগ্রহ ছিল ১৪৭/৮। বল হাতে চার ওভারের স্পেলে ২৯ রানে দুই উইকেট নেন রাজস্থানের বাংলাদেশি তারকা মোস্তাফিজ। দিল্লির ভিনদেশি দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান এ পেস তারকা। রানের খাতা খোলার আগেই মোস্তাফিজের ডেলিভারিতে বাটলারের হাতে ক্যাচ দেন দিল্লির অজি ব্যাটসম্যান মার্কাস স্টয়নিস।
নিজের প্রথম ওভারে ফিজ দেন ১ রান। আর রাজস্থানের জন্য বিপজ্জনক হয়ে ওঠা ইংলিশ ব্যাটসম্যান টম কারেনকে তিনি করেন সরাসরি বোল্ড আউট। ১৬ বলে ২১ রান করেন টম।
জবাবে মাত্র ৪২ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে রয়্যালস। ডেভিড মিলারের ৪৩ বলে ৬৩ রানের ইনিংসে দিশা পায় রাজস্থান। শেষে ১৮ বলে হার না মানা ৩৬ রানের ইনিংস খেলে দলকে নাটকীয় জয় এনে দেন রয়্যালসের অপর প্রোটিয়া ব্যাটসম্যান ক্রিস মরিস।