আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রাজাপুরে ক্ষেতেই পচে যাচ্ছে লাখ লাখ টাকার বাঙ্গি ও তরমুজ

রাজাপুরে ক্ষেতেই পচে যাচ্ছে লাখ লাখ টাকার বাঙ্গি ও তরমুজ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২০ , ৯:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


ঝালকাঠির রাজাপুর প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরের বাগড়ি গ্রামের ধানসিঁড়ি নদী তীর এলাকার ১০ বিঘা জমির বাঙ্গি ও তরমুজসহ সাথী ফসল শিলাবৃষ্টিতে পচে ক্ষেতেই নষ্ট হয়ে গেছে। এতে পথে বসার উপক্রম হয়েছে এই এলাকার ১৫ জন কৃষকের। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, বাঙ্গি ও তরমুজসহ অন্যান্য ফসলের বাম্পার ফলন হলেও সম্প্রতি কালবৈশাখী ঝড়ের সঙ্গে কয়েক ঘণ্টার টানা শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয় তরমুজ ও বাঙ্গির। যখন করোনায় সর্বস্তরের মানুষ কর্মহীন হয়ে পড়েছে ঠিক তখনই আশায় বুক বেঁধে ওই ১৫ কৃষক তাদের জমানো পুঁজি ও ধার করে বিনিয়োগ করেছিল তাদের জমিতে। বাঙ্গি ও তরমুজ চাষের পেছনে অর্থ ব্যয় করে এখন তারা দিশেহারা। বাগড়ি গ্রামের হালিম সিকদার, মিজান সিকদার, ফারুক সিকদার, আতিক হাওলাদার, আমিন সিকদার ও রাজ্জাক তালুকদারসহ একাধিক কৃষক জানান, জমিতে বাঙ্গি, তরমুজ, মিষ্টি কুমড়াসহ নানা সবজি ও ফসল চাষ করা হয়েছিল। ফলনও বেশ ভালোই হয়েছিল। কিন্তু সর্বনাশা শিলাবৃষ্টিতে কেড়ে নিল তাদের স্বপ্ন। দোকানে বাকিতে সার ও ওষুধ ক্রয় এবং ঋণ নিয়ে সব এ ক্ষেতের পেছনেই খুঁইয়ে পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম তাদের। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজউল্লাহ বাহাদুর বলেন, কৃষকদের সঙ্গে ফোনে কথা বলে তাদের খোঁজ-খবর নেয়া হয় সার্বক্ষণিক। ক্ষতি হওয়া বাঙ্গি ও তরমুজের মাঠ পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সাধ্যমত বীজ ও সার দিয়ে সহায়তা করা হবে।