আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রাণীশংকৈলে পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু

রাণীশংকৈলে পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২১ , ১১:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


ঠাকুরগাঁ প্রতিনিধি : ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ছোট-নুনতোর গ্রামে পুত্রবধূর লাঠির আঘাতে শাশুড়ির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত মহিরুল ওরফে টলি বেগম (৭৫) ছোট-নুনতোর গ্রামের মহিরউদ্দীনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন। স্থানীয়রা জানায়, মৃত টলি বেগমের ছেলে মসিরউদ্দীন ওরফে টেংকুর স্ত্রী দেলোয়ারা কথাকাটির জেরে সোমবার (২৯ মার্চ) রাতে তার শাশুড়ির শরীরে লাঠি দিয়ে বেত্রাঘাত করে। পরে বিছানায় শুয়ে পড়লে মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন শয়নকক্ষে গিয়ে দেখেন টলি বেগম মারা গেছেন।
রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।