রাতে অর্থমন্ত্রী রাশিয়া যাচ্ছেন
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৫:৩৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ মঙ্গলবার রাতে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
অর্থমন্ত্রী সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় ‘সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম (এসপিআইইএফ-১৬)’ যোগ দেবেন। দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলও ফোরামের সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাবে। আগামী ২০ জুন মন্ত্রী দেশে ফিরবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরাম একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ও ব্যবসায়িক ফোরাম। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার প্রতিনিধি এতে অংশ নেবেন। রাশিয়ার সেন্ট পিটার্সবাগের্র এক্সপো অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ১৬-১৮ জুন পর্যন্ত ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে।