আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// রাত থেকেই অপেক্ষা ট্রেনের টিকিটের

রাত থেকেই অপেক্ষা ট্রেনের টিকিটের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২২ , ৩:০৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : ঈদে স্বাচ্ছন্দে বাড়ি যেতে ট্রেনই নিরাপদ বাহন। আর সেই ট্রেনের টিকিটের জন্য এক দিন আগে থেকেই লাইনে দাড়িয়ে আছেন যাত্রীরা। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রাজশাহী এবং দিনাজপুরের টিকিটের লাইনে দাঁড়ানো শুরু হয়েছে ১২-১৫ ঘণ্টা আগে। দীর্ঘ সময় দাঁড়িয়ে লাইনে সেহেরি সেরেছেন তারা। আর শুয়ে বসে কাটাচ্ছেন অলস সময়। ঈদের টিকিট বিক্রি শুরুর দিন গতকাল ভোরে কমলাপুরে গিয়ে দেখা যায় যাত্রীদের ভিড়। বিভিন্ন রুটের যাত্রীরা লাইনে দাঁড়িয়ে বা বসে আছেন। আগামী ২ মে ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। ২৬ তারিখের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ ২২ এপ্রিল। আর তা সংগ্রহ করতে গিয়েই ভোগান্তিতে পড়েছেন অনেকে। আন্তনগর ট্রেনের জন্য কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৩০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব টিকিটের অর্ধেক স্টেশনের কাউন্টারে বাকি অর্ধেক অনলাইনে বিক্রি হওয়ার কথা। প্রতিটি কাউন্টারের সামনে থেকে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন গিয়ে ঠেকেছে স্টেশনের বাইরে। বিশৃঙ্খলা এড়াতে ট্রেনের নিরাপত্তা কর্মীরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন।