রানা দাশগুপ্ত করোনায় আক্রান্ত
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৮, ২০২০ , ৬:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) তিনি নিজেই এতথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম থেকে তিনি বলেন, আমি আশাই করিনি আমার করোনা পজিটিভ হবে। আমি মনে করেছিলাম এটা ফ্লু। কিন্তু বুধবার (১৭ জুন) রাতে আমার রিপোর্ট পজেটিভ আসে। শরীরটা এখন দুর্বল। আমি এখন জিইসি মেডিক্যাল সেন্টারে যাচ্ছি। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।