আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// রাবির পরিস্থিতি থমথমে, শিক্ষার্থীদের আন্দোলনের প্রস্তুতি

রাবির পরিস্থিতি থমথমে, শিক্ষার্থীদের আন্দোলনের প্রস্তুতি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২৩ , ১১:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রোববার (১২ মার্চ) সকাল পর্যন্ত এই সংঘর্ষের ঘটনায় ৮৯ জন আহত হয়ে হাসপাতালে গেছেন। এদের মধ্যে ৮৬ জনই রাবি শিক্ষার্থী। অন্য তিনজনের মধ্যে দুজন পুলিশ সদস্য এবং একজন সাধারণ মানুষ। রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক মাহামুদুল হাসান ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষ শুরু হলে শনিবার সন্ধ্যা সাতটা থেকেই আহত রোগীরা হাসপাতালে আসতে থাকেন। সারারাতে মোট ৮৭ জন হাসপাতালে আসেন। এছাড়া রাতে আহত আরো দুজন রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে হাসপাতালে আসেন। তিনি আরো জানান, বেশিরভাগ রোগীই এসেছেন মাথায় জখম নিয়ে। মোট ৮৯ রোগীর মধ্যে ৪৫ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকি ৪৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। যারা ভর্তি আছেন তাদের মধ্যে একজনের অবস্থা একটু বেশি খারাপ। রাবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নূর জানান, আহত শিক্ষার্থীদের মধ্যে মাথায় আঘাত পাওয়া একজনকে রাতেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। এই শিক্ষার্থীর নাম মো. রাকিব (২৮)। তিনি পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। আহতদের সাতজন চোখে আঘাত পেয়েছেন। একজনের আঘাত রাবার বুলেটের। অন্য ছয়জনের চোখে ইটের আঘাত লেগেছে। এদের কয়েকজনের অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতানুল ইসলাম দাবি করেন, সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বিনোদপুর বাজারের কয়েকজন ব্যবসায়ীকেও আহত হতে দেখা গেছে। তবে তারা কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি। শনিবার সন্ধ্যায় বগুড়া থেকে ‘মোহাম্মদ’ নামের একটি বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। বাসে সিটে বসাকে কেন্দ্র করে গাড়িচালক শরিফুল ও তার সহযোগী রিপনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। বিশ্ববিদ্যালয়ের সামনে বিনোদপুর বাজারে বাস থেকে নামার সময় তাদের আবারো কথা কাটাকাটি হয়। বাসের ভেতরেই শিক্ষার্থীরা চালক ও হেলপারকে মারছিলেন। পরে বাস থেকে নামিয়েও মারধর করা হচ্ছিলো। এ সময় বিনোদপুর বাজারের একজন ব্যবসায়ী বাস চালকের পক্ষ নিয়ে কথা বলেন। তখন শিক্ষার্থীদের সঙ্গে তার হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে যান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। এ সময় ব্যবসায়ীরা তার মোটরসাইকেলটি ভাঙচুর করে। ধাওয়া দিয়ে তাকে ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এতেই ঘটনা বড় হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীরা আবসিক হল থেকে বের হয়ে বিনোদপুর গেটের পাশে অবস্থান নেন। আর ব্যবসায়ীরা অবস্থান নেন রাজশাহী-ঢাকা মহাসড়কে বিনোদপুর বাজারে। একপক্ষ আরেকপক্ষকে লক্ষ্য করে অন্ধকারের ভেতর ইট পাটকেল ছুড়তে থাকেন। শত শত শিক্ষার্থীর ভেতর পড়া ইটে অনেক শিক্ষার্থী আহত হন। ভেতর থেকে তাদের পেট্রল বোমা ছুড়তে দেখা যায়। বিনোদপুর বাজারের বেশ কিছু দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়। এপারে ব্যবসায়ীদের মধ্যেও আহত হন অন্তত ১০ জন।

এদিকে পরিস্থিতি সামাল দিতে সন্ধ্যার পরেই ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য যান। কিন্তু দাঁড়িয়ে থাকা ছাড়া প্রথমে তারা পরিস্থিতি সামাল দেওয়ার কোনো চেষ্টায় করেনি। পরে আসে র‍্যাবের ১২০ জন সদস্য। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাত প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। পরে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। রাত ২টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে ক্যাম্পাস এবং বিনোদপুর বাজারে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। বিনোদপুর বাজারে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে সন্ধ্যার পর থেকে রাজশাহী-ঢাকা মহাসড়কে বিনোদপুর বাজারের সামনে দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের পেছনে রেললাইনের ওপর অবস্থান নেন। ফলে রাজশাহী রেলওয়ে স্টেশনের সাথে চাঁপাইনবাবগঞ্জ ছাড়া অন্য সব জেলার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাতে রাজশাহী থেকে ঢাকামুখী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যেতে পারেনি সময়মতো। রাত ১১টা ২০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্য রাজশাহী ছেড়ে যাবার কথা ছিল। রেললাইন অবরোধ থাকায় ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জগামী একটি মেইল ট্রেন নাটোরের আবদুলপুর জংশনে আটকে থাকে। অবরোধ তুলে নিলে রাত ৩টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, রাত ৩ টার পর ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। রোববার সকাল থেকে সব গন্তব্যের ট্রেন সময়মত ছেড়ে গেছে।