রামেক হাসপাতালে একদিনে করোনা ও উপসর্গে ৫ মৃত্যু
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২১ , ১২:০৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
রামেক প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সকাল থেকে মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে দুইজন করোনা পজিটিভ, করোনা নেগেটিভ হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় একজন এবং করোনার উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন ও পাবনার একজন। রামেক হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ জন। রবিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৫৩ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৭ জন। শামীম ইয়াজদানী জানান, মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ১৫৩ রোগীর মধ্যে ৭৪ জনের করোনা পজেটিভ রয়েছে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৫ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৪ জন। সোমবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৬২ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার রাজশাহীতে ৭ দশমিক ৬৩ শতাংশ।