আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন

রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২২ , ৩:৩৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই তারকা রাশমিকা মান্দানা এবং বিজয় দেবারাকোন্ডা। প্রথম জনকে ‘জাতীয় ক্রাশ’ বলে ডাকা হয়। তবে দর্শক তাকে আপাতত ‘পুষ্পা: দ্য রাইজ’ এর জন্য ‘শ্রীবল্লী’ নামে চিনছেন। টানটান সেই অ্যাকশন ছবিতে ‘পুষ্পা’ অর্থাৎ আল্লু অর্জুনের প্রেমিকা তিনি। জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় জনও পিছিয়ে নেই। অনেকেই মনে করেন, আগামী দিনে তার হাতেই থাকবে বাণিজ্যিক দক্ষিণী ছবির লাগাম।

‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’ এর মতো আদ্যপান্ত প্রেমের ছবিতে একসঙ্গে কাজ করেছেন বিজয়-রাশমিকা। বলা হয়, পর্দার সেই প্রেম গড়িয়েছে বাস্তবেও। একসঙ্গে জিমে যাওয়া থেকে চুপি চুপি শহর ছাড়া— বিজয়-রাশমিকার কীর্তিকলাপ নিয়ে চর্চার শেষ নেই। আপাতত মুম্বাইয়ে দিন কাটছে তাদের। একসঙ্গে নানা জায়গায় যেতে দেখা গেছে নায়ক-নায়িকাকে। গুঞ্জন উঠেছে কাজের পাশাপাশি বিয়ের প্রস্তুতির জন্যই দুজন মুম্বাই এসেছেন।

চর্চা আর আলোচনা বহাল রয়েছে। কিন্তু বিজয় বা রাশমিকা মুখে কুলুপ এঁটে রয়েছেন। গোপন কথাটি গোপন থাকার জন্য কোনো ত্রুটি রাখছেন না তারা। খবর আনন্দবাজার পত্রিকার।