আজকের দিন তারিখ ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আপত্তিকর: চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আপত্তিকর: চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ২০, ২০২২ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় পশ্চিমা দেশগুলো এবং তাদের মিত্ররা রাশিয়ার ওপর একের পর এক যে নিষেধাজ্ঞা আরোপ করছে, তা চরম আপত্তিকর বলে মন্তব্য করেছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং। খবর রয়টার্সের। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট কারণ ছাড়াই রাশিয়ার নাগরিকদের পশ্চিমের বিভিন্ন দেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হচ্ছে। পশ্চিমা দেশগুলো একের পর এক যেভাবে মস্কোর ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে, তা চরম আপত্তিকর হয়ে উঠছে।’ শনিবার (১৯ মার্চ) বেইজিংয়ে একটি নিরাপত্তা ফোরামে বক্তৃতাকালে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং এসব কথা বলেন। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। ইতিহাস দেখলে সেই প্রমাণ মিলবে। নিষেধাজ্ঞা শুধু সাধারণ মানুষের ক্ষতি করে। অর্থনীতি ও আর্থিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। ক্ষতিকর প্রভাব ফেলে বিশ্ব অর্থনীতিতে।’ রাশিয়া সীমান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে মস্কোর উদ্বেগের বিষয়টি গ্রহণযোগ্য অভিহিত করে লি ইউচেং বলেন, ‘রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরও সম্প্রসারণের চেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।’