আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব লীড ‘রাশিয়া ও ইউক্রেন বন্দিদের হত্যা করছে’

‘রাশিয়া ও ইউক্রেন বন্দিদের হত্যা করছে’


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মার্চ ২৫, ২০২৩ , ১১:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব লীড


দিনের শেষে ডেস্ক : রাশিয়া ও ইউক্রেন যুদ্ধক্ষেত্রে বন্দিদের হত্যা করছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ইউক্রেন জাতিসংঘের কাছে তাদের এক সেনাকে গুলি করে হত্যার ভিডিও পাঠিয়ে রাশিয়া যুদ্ধক্ষেত্রে বন্দিদের হত্যা করছে বলে অভিযোগ জানানোর পর শুক্রবার আন্তর্জাতিক এ সংস্থাটি এ ব্যাপারে উদ্বেগের কথাটি জানায়। খবর আরব নিউজের। রুশ বাহিনীর হাতে আটকের পর ‘গ্লোরি অব ইউক্রেন’ বলার সঙ্গে সঙ্গে ইউক্রেনীয় ওই সেনাকে গুলি করে হত্যা করা হয়।  ইউক্রেনে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার তদারকি কর্মকর্তা মাটিলডা বোগনার শুক্রবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। জাতিসংঘের ওই কর্মকর্তা বলেন, আমরা দুই দেশেরই বন্দি হত্যার প্রমাণাদি সংগ্রহ করছি। আমাদের কাছে ২৫ রুশ বন্দিকে ইউক্রেনের সেনাবাহিনী হত্যা করেছে বলেও প্রমাণ রয়েছে। দুই পক্ষকেই এ বিষয়ে সংযম প্রদর্শনের আহ্বান জানান মাটিলডা বোগনার। তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে বন্দিকে আটকের সঙ্গে সঙ্গেই হত্যা ফেলা হচ্ছে। রুশ বাহিনীর হাতে ১৫ ইউক্রেনীয় বন্দিকে হত্যার প্রমাণ রয়েছে বলে জানান জাতিসংঘের এ মানবাধিকারবিষয়ক কর্মকর্তা। তিনি বলেন, বাখমুতে রুশ ভারাটে ওয়াগনার গ্রুপের সেনারা ১১ ইউক্রেনীয় বন্দিকে গুলি করে হত্যা করেছে। মস্কো ও কিয়েভ পরস্পরকে বন্দি হত্যার বিষয়ে দোষারোপ করলেও, আদতে দুই দেশই এ অপরাধে জড়িত বলে অভিযোগ জাতিসংঘের।