রাষ্ট্রপতির সঙ্গে নতুন আইজিপির সৌজন্য সাক্ষাৎ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২০ , ৩:৩৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর সঙ্গে নতুন আইজিপি ড. বেনজীর আহমেদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ করেন তিনি। আইজিপি পুলিশের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি তার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপতি বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ভূমিকার প্রশংসা করেন।তিনি সাধারণ জনগণের পাশে থেকে এভাবে দায়িত্ব পালন করা ও পুলিশকে আরও জনবান্ধব করে গড়ে তোলার জন্য আইজিপিকে নির্দেশনা প্রদান করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিববৃন্দ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।