আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রাসায়নিকে ফল পাকানোর দায়ে জেল-জরিমানা

রাসায়নিকে ফল পাকানোর দায়ে জেল-জরিমানা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৬:৪৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


DNCকাগজ অনলাইন প্রতিবেদক: রাসায়নিক উপাদান দিয়ে আম ও কলা পাকাচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। সোমবার রাজধানীর হাজারীবাগের ফলের আড়তে অভিযান চালিয়ে এ রকম পাঁচ ব্যবসায়ীকে জেল-জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-২ জানায়, সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হাজারীবাগের ফলের আড়তের ২৭টি কলা, ১৫টি আম, ২টি লিচু, ১টি আনারস ও কাঁঠালের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি কলা এবং ১টি আমের আড়তে মাত্রাতিরিক্ত ক্ষতিকারক ইথোফন, কার্বাইড ও অন্যান্য রাসায়নিক উপাদান পাওয়া যায়। যা দিয়ে পাকানো হচ্ছে আম ও কলা।

এ অপরাধে কাশেম এন্টারপ্রাইজের মো. আলমগীর বিশ্বাসকে এক মাসের কারাদণ্ড, তাফসির ফল আড়তের মো. আক্তার হোসেনকে ১০ দিনের কারাদণ্ড, শাহজালাল ফল ভাণ্ডারের মো. কাবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড এবং আমের আড়ত থ্রি ষ্টার রাজাপুর বাণিজ্যালয়ের নেছার ও মো. বশিরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।