আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড রাহুলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভারতের বড় জয়

রাহুলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভারতের বড় জয়


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ৯:৪১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


Rahulকাগজ অনলাইন ডেস্ক: ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন লোকেশ রাহুল। আর তার রেকর্ড গড়া সেঞ্চুরিতে সিরিজের প্রথম ওয়ানেতে জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

শনিবার হারারেতে ভারত ৯ উইকেটে জিতেছে। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের দেওয়া মাত্র ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। ১১ রানেই ফিরে যান অভিষিক্ত করুন নায়ার (৭)। তবে দ্বিতীয় উইকেটে আম্বাতি রাইডুর সঙ্গে ১৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পাশাপাশি দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আরেক অভিষিক্ত রাহুল।

ভারতের যখন জয়ের জন্য প্রয়োজন ২ রান, রাহুল তখন অপরাজিত ৯৪ রানে। হ্যামিলটন মাসাকাদজাকে লং অনের ওপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

ভারতের প্রথম ও সব মিলিয়ে ১১তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন রাহুল। তার ১১৫ বলে খেলা ১০০ রানের ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কার মার। রাইডু অপরাজিত ছিলেন ৬২ রানে।

এর আগে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন বোলাররা। ভারতের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। এক বল বাকি থাকতে জিম্বাবুইয়ানরা মাত্র ১৬৮ রানেই অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৪১ রান আসে এল্টন চিগুম্বুরার ব্যাট থেকে।

মূলত ভারতের পেসাররাই ধসিয়ে দেন স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। জাসপ্রিত বুমরা ৯.৫ ওভারে ২৮ রান দিয়ে নেন ৪ উইকেট। অন্য দুই পেসার ধবল কুলকার্নি ও বারিন্দার স্রান নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন দুই স্পিনার অক্ষর প্যাটেল ও অভিষিক্ত যুজবেন্দ্র চাহাল।