আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রায়গঞ্জে নৌকা প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ মুখোমুখি

রায়গঞ্জে নৌকা প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ মুখোমুখি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৪, ২০২১ , ১১:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : রায়গঞ্জে সদ্য মনোনীত নৌকার প্রার্থীর সমর্থক ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। গতকাল সকাল ১১টায় পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগ ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে সদ্য মনোনীত রফিকুল ইসলাম নান্নুর বিপক্ষে পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন, পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মতিয়ার রহমান, আব্দুস সালাম ভূইয়া, পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম হীরা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সনাতন, কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুক্তা, আওয়ামী লীগ নেতা আকবার আলী, জাহিদ রহিম, শামছুল ইসলাম ফকির, পাঙ্গাসী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ আলীসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকবৃন্দ। উল্লেখ্য, রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সকল প্রার্থী কোন না কোনো পদে থাকলেও পাঙ্গাসী ইউনিয়নের জন্য মনোনীত রফিকুল ইসলাম নান্নু দলীয় কোনো পদে না থাকায় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ প্রদর্শন করেন। তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে প্রকৃত আওয়ামী লীগ কর্মীকে মনোনয়ন দেয়ার দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ চলাকালীন সময় নৌকা মার্কার প্রার্থী রফিকুল ইসলাম নান্নু তার সমর্থকদের নিয়ে সেখানে অবস্থান নিলে দু-পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রায়গঞ্জ থানা পুলিশ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।