রিচার্লিসনের চোখ ধাঁধানো বাইসাইকেল গোল
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৫, ২০২২ , ১১:২১ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে কি সেরা গোলটা করে ফেললেন রিচার্লিসন? টুর্নামেন্ট তো সবে শুরু হলো। এখনই এমন কথা বলে দেওয়া ঠিক হবে না। তবে সার্বিয়ার বিপক্ষে আজ (বৃহস্পতিবার) ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দ্বিতীয় গোলটি বিশ্বকাপ অনেক দিন মনে রাখবে নিঃসন্দেহে। দুর্দান্ত এক রাত কেটেছে রিচার্লিসনের। লুসাইল স্টেডিয়ামে তার জোড়া গোলে ভর করেই সার্বিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে হেক্সা মিশন শুরু করেছে হট ফেবারিট ব্রাজিল। প্রথমার্ধে নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধেই স্বরূপে ফেরে তিতের দল। সেলেসাওদের প্রেসিং ও আগ্রাসী ফুটবলে রীতিমতো কোনঠাসা হয়ে পড়ে সার্বিয়া। একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অবশেষে ৬২ মিনিটে রিচার্লিসন ভাঙেন সার্বিয়ার ডিফেন্স। আক্রমণটা তৈরি করেছিলেন নেইমার। তবে শট নেওয়ার জায়গা বের করার আগেই ফাঁকা পেয়ে দ্রুত শট নিয়ে নেন পাশে থাকা ভিনিসিয়াস জুনিয়র। সার্বিয়ান গোলরক্ষক মিলিনকোভিচ সাভিচ বলটি ফিরিয়েছিলেন, কিন্তু ধরে রাখতে পারেননি। ফিরতি শটে বল জালে জড়ান রিচার্লিসন। ৭৩ মিনিটে আরও একবার রিচার্লিসনের ঝলক। এবারের গোলটি একদম ফ্রেমে বাঁধাই করে রাখার মতো। ভিনিসিয়াসের পাস নিয়ন্ত্রণে নিয়ে শূন্যে ভেসে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে গোল করেন রিচার্লিসন। এমনই এক গোল যা থেকে চোখ ফেরানো যায় না!