আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন রিয়েলিটি শো আমার ভালো লাগে: সানি

রিয়েলিটি শো আমার ভালো লাগে: সানি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৩:৩০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


sunny-leoঅনলাইন বিনোদন ডেস্ক: দর্শকদের ভাবনার বিপরীতে রিয়েলিটি টিভি শোগুলো সবসময়-ই স্ক্রিপ্টবিহীন হয়ে থাকে বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সেইসঙ্গে রিয়েলিটি শো ভালো লাগে বলেও জানান তিনি। পিটিআই’র সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ‘মাস্তিজাদে’ খ্যাত এ অভিনেত্রী। খবর পিটিআই’র

‘কালারস’ টিভির রিয়েলিটি শো ‘বিগ বস’ এবং এমটিভির ‘স্প্রিটসভিলা’র সঙ্গে সম্পৃক্ত আছেন সানি লিওন। ‘স্প্রিটসভিলা’র আসন্ন নবম সিজনের মধ্য দিয়ে ফের শোটির হোস্ট হিসেবেও ফিরছেন তিনি। শোটির হোস্ট হিসেবে এবার তিনি তৃতীয়বারের মতো যুক্ত হচ্ছেন।

সাক্ষাৎকারে সানি বলেন, ‘আমি রিয়েলিটি টিভি শো পছ্ন্দ করি। আমি জানি অনেকেই মনে করে যে শোগুলো স্ক্রিপ্টেড হয় কিন্তু আসলে তা নয়। শোগুলোর সবচেয়ে খারাপ মুহূর্তগুলোর কয়েকটির ব্যাপারে আমাদের ধারণাই থাকে না এগুলো ঘটতে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমরা জানি না যে দর্শকরা কাকে কাকে বেছে নিচ্ছেন। আর তাদের এই বেছে নেয়াই কোনো শোর যেভাবে সমাপ্তি ঘটে তার অনেকটাই গঠনে ভূমিকা রাখে।’

এদিকে, এমটিভির রিয়েলিটি শো ‘স্প্রিটসভিলা’র নবম সিজনের প্রিমিয়ার হবে ১১ জুন। আমেরিকান ডেটিং রিয়েলিটি শো ‘ফ্লেভার অব লাভ’র উপর ভিত্তি করেই শোটি তৈরি করা হয়েছে।

এতে সানির সহ-উপস্থাপক হিসেবে আছেন অভিনেতা রনবিজয় সিং।