আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস রিয়াল মাদ্রিদই স্প্যানিশ চ্যাম্পিয়ন

রিয়াল মাদ্রিদই স্প্যানিশ চ্যাম্পিয়ন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২০ , ১১:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই লা লিগা শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ভিয়াল রিয়ালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে কোচ জিনেদিন জিদানের দল।

রিয়ালের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অবদান আছে বার্সেলোনারও। ন্যু ক্যাম্পে লিওনেল মেসিরা যে ২-১ গোলে হার মেনেছে অসাসুনার কাছে। এতেই এক ম্যাচ আগেই লিগ শিরোপা জিতে নিয়েছে রিয়াল।

২০১৭ সালের পর এই প্রথম স্প্যানিশ লিগ শিরোপা জিতল রিয়াল। সব মিলিয়ে এটি তাদের ৩৪তম লিগ শিরোপা।