আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব রুশ মিসাইল হামলায় ইউক্রেনে হতাহত ৩৫

রুশ মিসাইল হামলায় ইউক্রেনে হতাহত ৩৫


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০২৩ , ২:৫১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত তিনজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। এ ছাড়া বেশ কিছু স্থাপনা ধ্বংস হয়েছে। আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রাইভি রিহ-তে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। ওই আঞ্চলিক গভর্নর বলেছেন, কিয়েভ ও অন্যান্য শহরেও বিমান হামলার খবর পাওয়া গেছে। ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্হি লাইসাক টেলিগ্রামে বলেছেন, হামলায় একটি পাঁচ তলা বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভবনটির তিন বাসিন্দা মারা গেছেন। ২৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আছে। লাইসাক বলেন, তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে, কিন্তু অন্যগুলো আঘাত হানতে সক্ষম হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী এবং উত্তর-পূর্ব শহর খারকিভেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, কিয়েভের আশপাশের আকাশসীমায় শত্রুর সমস্ত লক্ষ্যবস্তু সনাক্ত করা এবং সেনাবাহিনী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো সফলভাবে ধ্বংস করা হয়েছে। রয়টার্স বলছে, ইউক্রেন বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করার এবং রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে অগ্রগতি করার দাবি করার পরই নতুন করে বিস্তৃত পরিসরে হামলা চালাল রুশ বাহিনী। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার তার দৈনিক সন্ধ্যার ভাষণে বলেছেন, ‘লড়াইটা কঠিন, কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ।’