আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব রুশ হামলায় নতুন মোড়, কাঁপছে ইউক্রেন

রুশ হামলায় নতুন মোড়, কাঁপছে ইউক্রেন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২৩ , ১১:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনে গতকাল বুধবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। আর সেই হামলায় দায় সরাসরি ইউক্রেনের ওপর চাপিয়েছে মস্কো। যদিও মস্কোর সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে কিয়েভ। এই ঘটনার একদিন পার না হতেই ফের ইউক্রেনের কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দফায় দফায় হামলায় কেঁপে উঠেছে দেশটির রাজধানী। এছাড়াও ইউক্রেনের জাপোরিঝঝিয়া ও ওডেসা অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।
অন্যদিকে বর্তমানে নেদারল্যান্ডস সফরে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার হেগ শহরে একটি ভাষণ দেওয়ার কথা রয়েছে। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত পরিদর্শন করবেন। যেখানে ইউক্রেনে রাশিয়ার সংগঠিত যুদ্ধাপরাধের বিষয়ে তদন্ত চলছে। রাশিয়া সরাসরি অভিযোগ করেছে ইউক্রেন পুতিনকে হত্যার চেষ্টায় ওই ড্রোন হামলা চালিয়েছিল। তবে জেলেনস্কি সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন। গতকাল বুধবার তিনি বলেছেন, ‌‘আমরা পুতিন বা মস্কোতে হামলা চালাইনি। আমরা আমাদের ভূখণ্ড রক্ষায় লড়াই করছি। আমরা আমাদের শহর ও গ্রামগুলোকে রক্ষার চেষ্টা চেষ্টা করছি।’ সূত্র: বিবিসি