রূপসার ঘাটভোগ ইউপিতে ভোটগ্রহণ চলছে
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১০:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
খুলনা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউপিতে ভোটগ্রহণ চলছে।
শনিবার (০৪ জুন) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে প্রথম ধাপে গত ২২ মার্চ খুলনা জেলার ৬৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন অফিস সূত্র জানায়, রূপসা উপজেলার ঘাটভোগ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাধন অধিকারী, বিএনপির মো. কামরুজ্জামান খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ওলিয়ার রহমান ও স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ঘাটভোগ ইউপিতে ১১টি কেন্দ্রে ভোটার সংখ্যা ২৫ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৮৬০ জন ও নারী ভোটার ১২ হাজার ৫৫৫ জন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।