আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন রেগে গেলেন জন

রেগে গেলেন জন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১:৫৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


johnঅনলাইন বিনোদন ডেস্ক: ছয় মাস পরপর বলিউড অভিনেতা জন অ্যাব্রাহাম ও তার স্ত্রী পিয়া রানচালের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। তবে প্রতিবারই এ কথা মিথ্যা বলে উড়িয়ে দেন জন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছিলো আবার না-কি সংসারের ইতি টানছেন যাচ্ছেন তারা। তবে এবারের খবরে একেবারে রেগে আগুন হয়ে গেছেন জন। এ বিষয়ে ‘ধুম’খ্যাত এই তারকা বলেন, ‘এক  বিষয় নিয়ে বারবার কথা বলতে ভালো লাগে না। আমি বলতে চাচ্ছি, একই জিনিসের জন্য আর কতোদিন সাফাই গাইতে থাকবো? প্রতিদিন কোনো না কোনো গুঞ্জন ছড়ায়। মানুষ যা বলতে চায় বলুক। একই জিনিসের পুনরাবৃত্তি করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি।’

‘ঢিশুম’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন জন অ্যাব্রাহাম। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন বরুণ ধাওয়ান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। এ বছর মুক্তি পাবে ছবিটি।