রেজার হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ৩:০৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: সন্ত্রাসীদের হামলায় নিহত বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের প্রাক্তন ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম রেজার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বরিশাল মহানগর ছাত্রলীগ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মে মাসের ২৭ তারিখ রাতে পলিটেকনিক্যাল ক্যাম্পাসের টুইন টাওয়ার হোস্টেলের সামনে বহিরাগত কিছু লোক ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজাসহ ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামান ফাহিম, মেহেদী ও নিপুনের উপর অতর্কিত হামলা চালায়। তারা মোটরসাইকেলে করে ক্যাম্পাসের বাইরে যাচ্ছিলেন। এসময় কিছু লোক ধারালো অস্ত্র, রড ও লাঠি দিয়ে তাদের উপর হামলা করে। পরবর্তীতে রেজাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অনতিবিলম্বে রেজার খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান বক্তারা ।
মানববন্ধনে রেজার মা ও বোন উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. মুরাদ, মহানগর ছাত্রলীগ নেতা সঞ্চয় এবং বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব প্রমুখ।