আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রোগী সেজে ডলারের প্রলোভনে প্রতারণা

রোগী সেজে ডলারের প্রলোভনে প্রতারণা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৩:৩৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


2016_06_13_13_52_কাগজ অনলাইন প্রতিবেদক: রোগী সেজে বিদেশি ভুয়া মুদ্রা বিনিময়ের প্রস্তাব দেয়া হত সাধারণ মানুষদের। বলা হত, এই ডলারগুলোর দাম অনেক। কিন্তু এখন আমার ওষুধ কেনা লাগবে, সেজন্যই অল্প টাকায় এগুলো আপনার কাছে বিক্রি করছি। পরে বেশি লাভের আশায় কেনা ডলারগুলো বিক্রি করতে গিয়ে তারা দেখত ওগুলো ‘ভুয়া’।

রাজধানীর আদাবর থেকে এমনই এক প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। সোমবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টায় তেজগাঁও ডিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ওহিদুল ইসলাম।

তিনি জানান, রোববার রাত ৯টার দিকে আদাবরের মেহেদীবাগ ও ঢাকা হাউজিংয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৭ জনকে আটক করা হয়।

এরা হল— সুবান মিয়া (মাসুদ), এনায়েত মিয়া ও আজগর শেখ, খিজির মোল্লা, আজিজুল মোল্লা, ফায়েজ শেখ ও নজরুল ইসলাম।

পুলিশ জানায়, আটকদের হেফাজত থেকে নগদ ১ লাখ দুই হাজার ৫২৫ টাকা, বেশ কিছু সৌদ মুদ্রা রিয়াল, দুই বান্ডিল ডামি মুদ্রা ও অজ্ঞান করার মলম উদ্ধার করা হয়।

এডিসি ওয়াহিদ বলেন, ‘এই মুদ্রা জালিয়াত চক্রটি রিকশা, ভ্যান বা বাসে অসুস্থ রোগী সেজে বিদেশি মুদ্রার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিত।’