আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ: বোলিংয়ে সাফল্য পেলেন মোহাম্মদ রফিক

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ: বোলিংয়ে সাফল্য পেলেন মোহাম্মদ রফিক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৮, ২০২১ , ১১:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না লিজেন্ডস বাংলাদেশ ব্যানারে খেলা সাবেক তারকা ক্রিকেটাররা।
ভারতের পর রোববার ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, নাফিস ইকলাম ও আব্দুর রাজ্জাকদের মতো তারকাদের নিয়ে গড়া দলটি। টানা দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে বাংলাদেশ দল। তিন ম্যাচে টানা জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে শচীন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত।
রোববার ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রায়পুরে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাইলটের ৩১ ও মুশফিকুর রহমানের অপরাজিত ৩০ রানে ভর করে ৫ উইকেট ১১৩ রান করে বাংলাদেশ দল।
টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৪ ওভারেই দলের জয় নিশ্চিত করে কেভিন পিটারসেনের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল। ব্যাট হাতে সর্বোচ্চ ৪২ রান করেন ইংল্যান্ড অধিনায়ক পিটারসেন। বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ৩১ রানে ২ উইকেট নেন জাতীয় দলের সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক। এক উইকেট নেন আলমগীর কবির।