আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর

রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২৪ , ২:৪১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :  সৌদি আরবে আলো ছড়িয়েই যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক ম্যাচে বল পায়ে জাদু দেখাচ্ছেন আল নাসর তারকা। এবার তার জোড়া গোলে কিংস কাপের ফাইনালে উঠলো আল নাসর। সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে তারা। বুধবার (০১ মার্চ) সৌদি আরবের রিয়াদে ম্যাচজুড়ে আলো ছড়ালেন রোনালদো। তাকে সঙ্গ দিলেন সেনেগাল তারকা সাদিও মানে। দুই অর্ধে রোনালদোর দুই গোলের মাঝে জালের দেখা পেলেন মানে। আর তাতেই সহজ জয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে উঠে যায় আল নাসর।

ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে আল নাসর। তাতে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ১৭তম মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। সতীর্থের ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে বল আল নাসরের একজনের পায়ে তুলে দেন আল খালিজ গোলরক্ষক। বক্সের কোনায় বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন পর্তুগিজ তারকা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে আল নাসর। ৫৭তম মিনিটে সতীর্থের ফ্লিকে বল গোলমুখে পেয়ে শট নেন রোনালদো। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এ নিয়ে চলতি মৌসুমে আল নাসরের জার্সিতে ৩৯ ম্যাচে রোনালদোর গোল হলো ৩৮টি। ৮২তম মিনিটে একটি গোল শোধ করে আল খালিজ। তবে ততক্ষণে ঘুরে দাঁড়ানোর সুযোগ শেষ। এই আসরে সবশেষ ২০১৯-২০ মৌসুমে ফাইনাল খেলেছিল আল নাসর। সেবার তারা হেরেছিল আল হিলালের বিপক্ষে। আল নাসরের জন্য এবারের ফাইনাল তাই প্রতিশোধের উপলক্ষ্যও।

ফাইনালে এবারও আল নাসরের প্রতিপক্ষ আল হিলাল। শেষ চারের প্রথম ম্যাচে আল-ইত্তিহাদকে ২-১ গোলে হারায় গতবারের চ্যাম্পিয়ন আল হিলাল। আগামী ৩১ মে মাঠে গড়াবে ফাইনাল।