আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড ‘রোনালদোর সামনে আরও সময় আছে’

‘রোনালদোর সামনে আরও সময় আছে’


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৪:১১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


620481_heroaকাগজ স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের হয়ে কিছু না জেতার আক্ষেপ এবারের ইউরোতে ক্রিস্তিয়ানো রোনালদো ঘোচাতে পারবেন না বলে ধারণা করছেন অনেকেই। অনেকে আবার এটাকেই দেখছেন তারকা এই ফরোয়ার্ডের শেষ সুযোগ হিসেবে। তবে দেশটির কোচ ফের্নান্দো সান্তোস মনে করেন, তার অধিনায়কের সামনে আরও সময় আছে।

ফ্রান্সের সাঁতে ইচেনায় বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের ইউরো অভিযান।

সান্তোস বলেন, “রোনালদো অসাধারণ, সে খুব অনুপ্রাণিত। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে এখানে আসার সময় থেকেই অনুপ্রাণিত ছিল সে এবং এটা বেড়েছে।”

এবারের ইউরোতে ফেভারিটদের তালিকার উপরের দিকে আছে স্বাগতিক ফ্রান্স, বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, জার্মানি। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া ইংল্যান্ডের সঙ্গে ইতালির নামও কেউ কেউ বলছে। তবে পর্তুগালকে বেশিরভাগই শিরোপা লড়াইয়ে রাখছে না।

এবারের ইউরোতে শিরোপা জিততে না পারলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কিছু পাওয়ার সুযোগ থাকবে রোনালদোর। সেই সময় তার বয়স হবে ৩৩ বছর।

সান্তোস বলেন, “আমাদের সবার একই লক্ষ্য। আমি মনে করি না, এটাই তার শেষ সুযোগ। তার সামনে এখনও কয়েকটি বছর আছে।”

“যাই হোক, আমরা সবাই ভাবছি এটাই আমাদের শেষ সুযোগ, যাতে মাঠে সর্বস্ব উজাড় করে দিতে পারি।”