আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, আরসা কমান্ডার নিহত

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, আরসা কমান্ডার নিহত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১১, ২০২৩ , ৫:৪৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে ডেস্ক :  কক্সবাজারের উখিয়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সন্ত্রাসীদের সংঘর্ষ হয়েছে। এসময় এক আরসা কমান্ডার নিহত হয়েছেন। ঘটনার পর তিন আরসা সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। নিহত আরসা সন্ত্রাসীর নাম আব্দুল মজিদ ওরফে লালাইয়া (৩৪)। তিনি তাজনিমারখোলা ক্যাম্প-১৩, ব্লক-ই/৩ এর নুরুল আমিনের ছেলে।

সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, আজ (মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ২০ থেকে ২৫ জনের পুলিশের একটি টিম ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায়। এসময় ৪০-৫০ জন আরসা সন্ত্রাসী অস্ত্রধারী পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশ আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। পরে এলাকা ও ঘর তল্লাশি করে তিন আরসা সন্ত্রাসীকে আটক করা হয়। একই সঙ্গে আব্দুল মজিদ নামে এক আরসা কমান্ডারের লাশ উদ্ধার করা হয়। লাশের বাম হাতের পাশে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। ঘটনার সময় ২ জন পুলিশ সদস্য আহত হন।

তিনি আরও জানান, নিহত আরসা কমান্ডার আব্দুল মজিদ রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত ৪টি হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।