আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রৌমারীতে পাকা ব্রিজের ওপর বাঁশের সাঁকো

রৌমারীতে পাকা ব্রিজের ওপর বাঁশের সাঁকো


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৬, ২০২১ , ২:১৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারীতে চলাচলের অনুপযোগী হওয়ায় ব্রিজের ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে পারাপার হচ্ছেন গ্রামবাসী। ২০০৭ সালে আরআইআইপি-২ প্রকল্পের আওতায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর খালের ওপর ব্রিজটি নির্মাণ করা হয়। স্থানীয় ইউপি সদস্য মো. আবু সাইদ বলেন, ব্রিজটি ১৪ বছর আগে নির্মাণ হলেও দুই পাশে মাটি না থাকায় ধসে নিচু হয়ে গেছে, তারপর থেকেই বাঁশের সাঁকো ও নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে হাজার হাজার মানুষকে।
উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. জোবায়েদ হোসেন বলেন, ব্রিজটি ডিপিপিতে অন্তর্ভুক্ত করে প্রস্তাবনা পাঠানো হবে।