আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু হাসপাতালে ভর্তি

করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু হাসপাতালে ভর্তি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০২০ , ৬:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত। তবে কোনও উপসর্গ না থাকায় তারা হোম আইসোলেশনে ছিলেন। তবে বুধবারই একটি বেসরকারি হাসপাতালে সুজিত বসুকে ভর্তি করা হয়েছে। জানা গেছে, তাঁর জ্বর আসারপাশাপাশি শ্বাসকষ্টেরর সমস্যা দেখা দেওয়ায় স্থানীয় চিকিৎসক তাকে হ্সাপাতালে ভর্তিও পরামর্শ দিয়েছেন। এর পরেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত। তবে মন্ত্রীর স্ত্রী বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন। জানা গেছে, মন্ত্রীর বাড়ির এক পরিচারকের করোনা সংক্রমণ ধরা পরার পরই মন্ত্রীর করোনা পরীক্ষা করে পজিটিভ জানা গিয়েছে। তবে মন্ত্রীর সংস্পর্শে আসা দমকল দপ্তরের অনেক আধিকারিককে ইতিমধ্যেই কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদিকে, তৃণমূল কংগ্রেসের এক সাংসদের নিরাপত্তা রক্ষীর করোনা পজিটিভ ধরা পড়ার পর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সপরিবারে কোয়োরেন্টিনে রয়েছেন বলে জানা গেছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত হওয়ার খবরে স্থানীয় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।