Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন লকডাউনেে কি করছেন বলিউড তারকারা?

লকডাউনেে কি করছেন বলিউড তারকারা?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২০ , ৪:০০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনেরে শেষে ডেস্ক : করোনার প্রকোপে পুরো ভারতজুড়ে চলছে লকডাউন। ভারতের সব তারকারাই এখন রয়েছেন গৃহবন্দী হয়ে। বাসায় বসে নানারকম উপায়ে সময় কাটাচ্ছেন বলিউড তারকারা। অনেকেরই বাগানের শখ। তবে সময়ের অভাবে তা করা হয়ে ওঠে না সচরাচর।লকডাউনের এই অবসরে তাই বাগানেই অনেকখানি সময় কাটাতে পছন্দ করছেন বলিউডের অনেক তারকারা। কেউ হাত লাগিয়েছেন কিচেন গার্ডেনে, আবার কেউ নিছকই ব্যালকনির সৌন্দর্য বাড়াতে মন দিয়েছেন গাছ লাগানোয়। অভিনেত্রী ভূমি পেডনেকর মায়ের থেকে হাইড্রোপনিক্স ফার্মিং শিখে বাড়িতেই আনাজপাতি ফলাচ্ছেন তিনি। রাসায়নিকের ব্যবহার না হওয়ায় এই ধরনের ফলন মাটির পক্ষেও উপকারী। এ ছাড়া ভূমির ব্যালকনিও বাহারি গাছে সাজানো। তার পরিচর্যার ভিডিও মাঝে মাঝেই দেখা যাচ্ছে নায়িকার ইনস্টাগ্রামে। মাধুরী দীক্ষিতও বাড়িতেই বেদানা, ডুমুর ফলাচ্ছেন পরিবারের জন্য। অনলাইন কত্থক ক্লাসের পাশাপাশি বেকিং, গার্ডেনিং করে লকডাউনের দিনগুলি কাটছে এ বলি তারকার। শিল্পা শেঠি বরাবরই স্বাস্থ্য সচেতন। তাই যোগাভ্যাসের পাশাপাশি অর্গ্যানিক খাওয়া-দাওয়ার পরামর্শও দিয়ে থাকেন তিনি। ছেলেকে নিয়ে নিজের কিচেন গার্ডেন থেকে বেগুন আর লঙ্কা তোলার ভিডিও পোস্ট করেছিলেন দিন কয়েক আগেই। সে দিন লাঞ্চে ছিল বেগুন ভর্তা! শিল্পা জানান, লকডাউনের আগেই তিনি বীজ পুঁতে রেখেছিলেন, যার ফসল এখন পাচ্ছেন। এ ছাড়া বাগানও নিজের হাতেই পরিষ্কার করছেন শিল্পা। ইনস্টা-পোস্টে অভিনেত্রী বলেছিলেন, নিজের হাতে এ সব কাজ করায় তিনি তার মূল্যও আরও বেশি করে বুঝতে পেরেছেন। একই বক্তব্য জুহি চাওলার পোস্টেও ধরা দিয়েছে। তিনি অবশ্য প্রথম বার বাগান করায় নিজের ফলানো আনাজপাতি প্রাণে ধরে তুলতে পারবেন না বলেই জানিয়েছেন! ‘‘ফলন হওয়ার পর ওগুলো কেটে খেতে পারব? মনে হয় না। খেতে চাইবও না হয়তো, কারণ এই অভিজ্ঞতা আমাকে জিনিসপত্রের মূল্য বুঝতে শেখাল,’’ বলেছেন জুহি। নিজের হোম গার্ডেনে ধনে, মেথি, টম্যাটো ফলাচ্ছেন জুহি। বাজার থেকে কিনে আনার পরিবর্তে বাড়িতে ফলানো আনাজপাতি তাঁর বেশি কাছের। মুম্বইয়ের বাইরেও একটি ফার্ম রয়েছে জুহির। আর তাঁর বাড়ির বাগানটি যিনি সামলান, তিনি লকডাউনে বাড়ি চলে যাওয়ায় এখন নিজেই মাঠে নেমে পড়েছেন জুহি। এদিকে গাছ ভালবাসেন অভিনেত্রী মৌনী রায়ও। লকডাউনে বোনের বাড়িতে রয়েছেন তিনি, দুবাইয়ে। সেখানেও গাছের পরিচর্যায় মেতে রয়েছেন। মুম্বাইয়ে থাকলে বাড়ির কিচেন গার্ডেনেও মাঝে মাঝেই হাত লাগান। গাছ লাগাতে শিখছে ছোট্ট তৈমুরও। লকডাউনের শুরুর দিকে সাইফ আলি খানের হাত ধরে বারান্দায় বসে তৈমুরের টবে ফুলগাছ লাগানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন কারিনা কাপুর। গাছপালা যে অবসরের বন্ধু হয়ে উঠতে পারে, তার পাঠ ছোট থেকেই পাচ্ছে তৈমুর। গত শনিবারও একটি নতুন ছবি দেখা গিয়েছে তাঁদের। এই উপায়ে লকডাউনে একটু হলেও মন ভাল রাখছেন তারকারা।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130