আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লকডাউনে বাংলাদেশে আটকা ৫ দ. আফ্রিকান নারী ক্রিকেটার

লকডাউনে বাংলাদেশে আটকা ৫ দ. আফ্রিকান নারী ক্রিকেটার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২১ , ১:০১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : লকডাউনের কারণে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ না খেলে দেশে ফেরার কথা বাংলাদেশে সফররত দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের। কিন্তু দলের পাঁচ সদস্যের করোনা ধরা পড়ায় বাংলাদেশে থেকে যেতে হচ্ছে তাঁদের। বাকিদের গতকাল দিবাগত রাত চারটায় দক্ষিণ আফ্রিকার বিমান ধরার কথা ছিল। বিসিবির এক সূত্র দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের পাঁচ সদস্যের আটকা পড়ার খবরটি নিশ্চিত করেছে।
করোনা পজিটিভ হওয়া পাঁচ সদস্য হচ্ছেন ক্রিকেটার সিনালো জাফটা, লিয়াহ জোনস, নোবুলুমকো বানেটি, রবিন শার্লি ও দলের ম্যানেজার মারসিয়া লেতসোয়ালো। গতকাল সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দলের সবাই করোনা পরীক্ষার নমুনা দেন। করোনা পরীক্ষার ফল আসে গতকাল রাতে। তখন সিলেট ছেড়ে দেশের পথে উড়াল দেওয়ার অপেক্ষায় থাকা দলটি ঢাকায় অবস্থান করছিল। জানা গেছে, করোনা পজিটিভ হওয়া দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পাঁচ সদস্য এখন হোটেলে আইসোলেশনে আছেন।
বাংলাদেশ সফরে এসে এমনিতেই দক্ষিণ আফ্রিকার মেয়েদের ভালো সময় কাটেনি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪টি ৫০ ওভারের ম্যাচ খেলে চারটিতেই হেরেছে সফরকারীরা। বাংলাদেশ নারী ইমার্জিং দলের মেয়েরা তিন বিভাগেই দাপট দেখিয়ে সিরিজ জিতেছে।
বাংলাদেশে আসার আগে এই দলের অনেকেই দক্ষিণ আফ্রিকা নারী দলের হয়ে খেলেছেন ভারতীয় নারী দলের বিপক্ষে। ভারতের মাটিতে তাঁদের ওয়ানডে সিরিজে ৪-১ এ হারিয়েছে প্রোটিয়া মেয়েরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও দক্ষিণ আফ্রিকার মেয়েরা ২-১ এ জিতে এসেছে।