লকডাউন ভেঙ্গে ট্রেনে যাত্রী বহন : ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের সুপারিশ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৯, ২০২০ , ৭:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : লকডাউন ভেঙ্গে সিলেট আসা ট্রেনে যাত্রী ছিলেন ৫৪ জন। এর মধ্যে ২৩ জনের হিসাব রেলওয়ের সিলেট স্টেশন কর্তৃপক্ষ দিতে পারলেও বাকীদের দিতে পারেননি। ফলে সিলেট আসা রেলে অনেক যাত্রী এসেছেন। সিলেট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এরশাদুল হক রাতে সিসিটিভির ফুটেজ অনুসন্ধান চালিয়ে এসব তথ্য পেয়েছেন। এ কারনে সিলেটের রেলওয়ের সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে সুপারিশ করেছে জেলা প্রশাসন। এদিকে- লকডাউন অমান করে সিলেট আসা ট্রেনটি রোববার সকালে ১৮ জন স্টাফ নিয়ে ঢাকার উদ্দেশ্যে সিলেট রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। সিলেট ষ্টেশনের ম্যানেজার খলিলুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন- ঢাকার পথে ছেড়ে যাওয়া ট্রেনটি আখাউড়া ছাড়া আর কোথাও দাড়াবে না। যাত্রীও উঠা-নামা করতে পারবে না। সে নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে লকডাউন ভেঙ্গে হঠাৎ করে দুটি বগি নিয়ে ঢাকা থেকে সিলেটে আসে ট্রেন। এতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া (এনডিসি) রেলওয়ে স্টেশনে যান। সেখানে স্টেশন ম্যানেজার খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি যাত্রী সম্পর্কে একেক সময় একেক তথ্য দেন। ফলে বিভ্রান্তি দেখা দেওয়ায় ম্যাজিস্ট্রেট সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষন করেন। ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া (এনডিসি) জানিয়েছে- সিলেট আসা ওই ট্রেনে রেলওয়ের স্টাফ ছিলেন ২৩ জন। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৫৪ জন যাত্রীর হিসাব পাওয়া গেছে। তাদের মধ্যে ৩১ জন সাধারণ যাত্রী ছিলেন। সাধারণ যাত্রী বহনের ফলে রাতেই ওই ট্রেনে অবস্থান করা রেলের ২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে।