আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন লক্ষ্মীপুরে সমাহিত করা হবে হিমুকে

লক্ষ্মীপুরে সমাহিত করা হবে হিমুকে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩, ২০২৩ , ১:৫২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক :  প্রয়াত অভিনেত্রী হুমায়রা হিমুকে লক্ষ্মীপুরে সমাহিত করা হবে। শুক্রবার (৩ নভেম্বর) বাদ জুমা হিমুর মরদেহ নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, ‘অভিনয়শিল্পী হুমায়রা হিমুর মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার বাদ জুমা চ্যানেল আই চত্বরে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এরপর লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।’

বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাতে রওনক হাসান বলেন, ‘গতকাল বিকাল ৪টা ৪৬ মিনিটে হিমুর এক বন্ধু ও মিহির তাকে হাসপাতালে নিয়ে যায়; পৌঁছানোর পর উপস্থিত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় হালকা দাগ দেখতে পাওয়ায় ডাক্তার পুলিশ ডাকেন। পুলিশ ডাকাতে সেই বন্ধু চলে যায়, পুলিশ এখন তাকে খুঁজছে। মৃত্যুর কারণ পোস্টমর্টেম রিপোর্টে বিস্তারিত জানা যাবে।’