আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// লঞ্চ ট্রাজেডি : তৃতীয় দিনেও উদ্ধার অভিযানে ডুবুরিরা

লঞ্চ ট্রাজেডি : তৃতীয় দিনেও উদ্ধার অভিযানে ডুবুরিরা


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২১ , ১০:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


স্টাফ রিপোর্টার, ঝালকাঠি থেকে : ঝালকাঠি সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজের খোঁজে তৃতীয় দিনেও উদ্ধার অভিযানে নেমেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার সকালে দপদপিয়া এলাকা থেকে বিষখালী নদীর মোহনা পর্যন্ত উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের নেতা হুমায়ুন কবির বলেন, গতকালের মতো আমরা আজও নদীতে অভিযান চালাবো। শনিবার কোন মরদেহ পাওয়া যায়নি। যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি নিখোঁজ থাকবে, ততক্ষণ আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। আমরা নদীর আশপাশের মানুষের কাছে আমাদের মোবাইল নম্বর রেখে দিয়েছি। কেউ কোন মরদেহ দেখে তাহলে আমাদেরকে জানানোর জন্য বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪১ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক।।