আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লামায় ট্রাক খাদে পড়ে শিশুসহ নিহত ২

লামায় ট্রাক খাদে পড়ে শিশুসহ নিহত ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১০:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


Bandarbanবান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (০১ জুন) রাত ৮টার দিকে উপজেলার লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা এলাকায় এ দ‍ুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাজু মনি (৫) ও ব্যবসায়ী মোক্তার হোসেন (৫৫)। আর এ ঘটনায় বেলাল হোসেন (২৩), মো. সাত্তার (৪২) ও আব্দুল মালেক (২৮) আহত হয়েছেন।

হতাহতদের মধ্যে সবাই লামা উপজেলার মিরিঞ্জা ও কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরিঞ্জা পর্যটন স্পটের সামনের সড়কে লামা থেকে চকরিয়াগামী একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই দু’জন মারা যান।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে যান। তবে পালিয়ে গেছে ট্রাকের চালক ও সহকারী।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।