আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লালপুরের আব্দুলপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

লালপুরের আব্দুলপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৭, ২০২৩ , ৯:১২ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরে লালপুরের আব্দুলপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার সকাল দশটায় ইউনিয়ন পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিকালে চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আব্দুলপুর অটোস্টেন্ট মাঠে বর্ণঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।
চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মিল্টন এর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান , সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব রহমান মিঠু, লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসানসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতাবৃন্দ্ব। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।