আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লালপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

লালপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২১ , ৫:৪৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লালপুর (নাটোর) প্রতিনিধি : লালপুরে ইসলামী ব্যাংকের এম আর এন্টারপ্রাইজ-২ এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার আব্দুলপুর বাজারের হাজি সুপার মার্কেটে এম আর এন্টারপ্রাইজ ২-এর উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংকের ঈশ্বরদী শাখার প্রধান ইনচার্জ আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জামিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শাম্মী আক্তার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম, আব্দুলপুর মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল রহমান, সি এম ও বিনিয়োগ অফিসার মোখলেছুর রহমান, স্বত্বাধিকারী আব্দুল মোত্তালেব রায়হান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাইদুর রহমান, আব্দুলপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, লালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইন্তাজ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক উপস্থিত ছিলেন।