লালপুরে প্রীতি ফুটবল ম্যাচ
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৭, ২০২৩ , ১১:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
লালপুর ( নাটোর ) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলা শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে লাভলী ফাউন্ডেশনের উদ্যোগে গোপালপুর ফুটবল একাদশ এবং ব্যারিস্টার সুমন একাডেমির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়। গোপালপুর ফুটবল একাদশ এবং ব্যারিস্টার সুমন একাডেমির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ দেখতে শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের ঢল নামে। সাধারণ দর্শক ছাড়াও খেলা দেখতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আনিসুর রহমান, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোপালপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও গোপালপুর পৌর মেয়র রোকসানা মর্তুজা লিলি, লালপুর উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জয়, লাভলী ফাউন্ডেশনের সভাপতি সিলভিয়া পারভিন লেনি, লালপুর যুবলীগ সভাপতি ও সাবেক বিলমারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টুসহ অনেকেই। খেলায় কোন দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়। খেলা শেষে দুদলের খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে, লাভলী ফাউন্ডেশনের জন্য একটি অ্যাম্বুলেন্স দেয়ার ঘোষণা দেন ব্যারিস্টার সুমন।