লালপুরে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২, ২০২৩ , ৯:৩৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদায় পৃথক পৃথক ভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা। লালপুর ত্রিমোহনীতে সকালে লালপুর উপজেলা আওয়ামী লীগ, ট্রাক, ট্র্যাংকলরী,কাভার্ডভ্যান, ইজিবাইক ও সিএনজি শ্রমিক সমিতি যৌথভাবে র্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক পলাশ, অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, আব্দুল হান্নান, রফিকুল ইসলাম শাহীন, সেলিম রেজা, থানা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরল, নাজমুল হোসেন প্রমূখ।
এদিকে, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের উদ্দ্যোগে সকালে গোপালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন নাটোর -১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচাললক মোঃ আনিসুল আজম, নাটোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী, ধর্ম সম্পাদক ও গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওসার, আনছার আলী দুলাল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক(একাংশ) রোকনুল ইসলাম লুলু, আছিয়া জয়নুল বেনু, আব্দুল ওয়াদুদ, ছাড়াও আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।