আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লালপুরে শিক্ষক লাঞ্ছিত: সভাপতির অপসারণ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

লালপুরে শিক্ষক লাঞ্ছিত: সভাপতির অপসারণ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৩, ২০২৩ , ৫:০০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ওই সভাপতির অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ওই ঘটনার প্রতিবাাদে বরমহাটি বাজার এলাকায় গোপালপুর-কলসনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। গত সোমবার উপজেলার বরমহাটী সমবায় উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে লালপুর উপজেলা নির্বাহী শামীমা সুলতানা ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিক্ষার্থীদের দাবি পূরণ করা হবে এবং সভাপতির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে। এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত রবিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদের হাতে সহকারী শিক্ষক ফরহাদ হোসেন লাঞ্চিতের ঘটনা ঘটে। তবে ওই দিনই বিষয়টির আপোষ মিমাংসা করা হয়। কিন্তু শিক্ষকের লাঞ্ছিত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা তা মেনে নিতে পারেনি।