আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লালপুরে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের চংধুপইল ইউনিয়ন অফিস উদ্বোধন

লালপুরে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের চংধুপইল ইউনিয়ন অফিস উদ্বোধন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৪, ২০২৩ , ৮:৪৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লালপুর (নাটোর) প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোরের – ১ (লালপুর – বাগাতিপাড়া) স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আবুল কালাম আজাদ ৩নং চংধুপইল ইউনিয়ন নির্বাচনী অফিস উদ্বোধন করেন । আজ সোমবার দিনব্যাপী চংধুপইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও উঠান বৈঠক শেষে সন্ধ্যায় আব্দুল পুর বাজারে এসে নির্বাচনী অফিস উদ্বোধন করেন। চংধুপইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর – ১ ( লালপুর বাগাতিপাড়া)আসনের স্বতন্ত্র প্রার্থী লালপুর ও বাগাতিপাড়া উপজেলার মাটি ও মানুষের জনপ্রিয় নেতা, নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, বীরমুক্তিযোদ্ধা এ্যাড.আবুল কালাম আজাদ,চংধুপইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি সাহাবুদ্দিন মিল্টন, আওয়ামী লীগ নেতা সেকেন্দার আলী, তোজাম্মেল হক, আমজাদ হোসেন মাষ্টার, সাহার আলী, আকরাম হোসেন মেম্বার, আঃ সামাদ, ইয়াসিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মহান আল্লাহ তায়ালা কাছে মোনাজাত করা হয় ।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।