আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লালমনিরহাটে ট্রাক খাদে পড়ে নিহত ২

লালমনিরহাটে ট্রাক খাদে পড়ে নিহত ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৬:২১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


lalmonirhatকাগজ অনলাইন প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাটগ্রামের বাউরা ইউনিয়নের নবি নগর এলাকার কৃত্রিম চন্দ্রের ছেলে প্রদীপ চন্দ্র (২৭) এবং একই এলাকার জয়চাঁনের ছেলে সন্দ্বীপ চন্দ্র (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে পাটগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাঁশবোঝাই ট্রাক লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে জেলা সদরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি বিপরীত দিক থেকে আসা পাটগ্রামগামী অপর একটি তুলাবোঝাই চলন্ত ট্রাককে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপরে থাকা প্রদীপ ও সন্দ্বীপ পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার কারণে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

ঘটনাস্থলে থাকা হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, তুলার ট্রাকটিকে হাইওয়ে পুলিশ আটক করেছে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস কাজ করছে।